Skip to main content

Posts

Showing posts from August, 2020

গণিত অলিম্পিয়াড কৌশলে "আনন্দে গণিত শিখি" অনলাইন কোর্সটিতে অংশগ্রহণের নিয়ম

  গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন, প্রথম পাঠ,  #আনন্দে_গণিত_শিখি " অনলাইন কোর্সটিতে অংশগ্রহণ করার নিয়মাবলী,,, ১)প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে (যেমন- গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স) গিয়ে টাইপ করুন muktopaath.gov.bd ২) যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে তাহলে মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশের পর ডান পাশে উপরে "রেজিস্ট্রেশন" লেখায় ক্লিক করুন। ৩)প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন। ৪) রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ওয়েবসাইটটিতে অন্য যেকোন সময় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র 'লগইন' করলেই হবে। প্রতিবার লগইন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা আপনার ই-মেইল আইডি অথবা মোবাইল নম্বর  ও পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। ৫) লগইন করার পর পেইজের উপরের দিকে সর্ব বামে থাকা 'কোর্স ক্যাটাগরি'-তে গিয়ে "শিক্ষা" ক্লিক করুন। ৬) "গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন : প্রথম পাঠ, আনন্দে গণিত শিখি" কোর্সটিতে ক্লিক করুন। ৭) পেইজের ডানপাশে "কোর্সে প্রবেশ করুন"-এ ক্লিক করুন। ৮) 'কোর্স কনটেন্ট' এর অধীন মডিউলগুলোতে গিয়ে কোর্সটি...