Skip to main content

Posts

Showing posts from January, 2020

একজন বীর মুক্তিযোদ্ধার প্রস্থান, গার্ড অব অনার , অতঃপর?

রবীন্দ্র চন্দ্র দেব । একজন বীর মুক্তিযোদ্ধা,আদর্শ শিক্ষক । দেশের জন্য যুদ্ধ করেছেন,দেশ স্বাধীন করেছেন । দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন সারা জীবন । সেই কল্যাণ মূলক কাজেরই অংশবিশেষ র‍্যাংলার কিরণ দে মডেল কলেজ প্রতিষ্ঠায় ও উন্নয়নে সার্বক্ষণিক সহযোগিতা । সহযোগীদের মধ্যে বাংলাদেশ সরকারের দুইজন সচিবও রয়েছেন । কিরণ দের ভিটায় নতুন ভবন নির্মানের কাজ শুরু হলেও একাত্তরের ঘাতকচক্রের উত্তরসুরী ভূমিদস্যুরা এই কলেজের নির্মাণ কাজ বন্ধ করে রেখেছে প্রায় ৪ মাস ধরে । ছাত্র শিক্ষক নিয়ে ২৪ নভেম্বর নির্মাণ কাজ পুনরায় চালু করতে গিয়ে চরমভাবে অপমানিত হয়ে নিজ এলাকা,নিজ বাসভূমি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ত্যাগ করেছিলেন রবীন্দ্র চন্দ্র দেব । যাবার সময় বলে গিয়েছিলেন জীবন থাকতে তিনি রসুলপুর আসবেন না । তিনি কথা রেখেছেন । ২৭ ডিসেম্বর তিনি রসুলপুর গিয়েছিলেন । তবে জীবিত নয়, লাশ হয়ে। অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানিয়েছেন সবাই। রাষ্ট্রের পক্ষ থেকেও দেয়া হয় গার্ড অব অনার। কিন্তু এতে কি তার আত্মা শান্তি পেয়েছে?বিভিন্ন মিটিং-মিছিলে মুক্তিযোদ্ধাদের প্রশংসা করতে করতে অনেকের মুখে ফেনা চলে আসতে দেখা যায়। আবার দে...