আমার সন্তান, আমার নতুন পৃথিবী। ভিন্নধরনের আবেগ অন্যরকম এক অনুভূতি নিয়ে নতুনভাবে ঈদের আনন্দ উপভোগ করাটা আমার জীবনে এই প্রথম । এমন একটা সময় ছিলো যখন ঈদের আগমনের কথা ভেবে নয়,নতুন পোশাকের আশায় ঈদের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ৩০ টাকা দামের একটা শর্ট প্যান্ট পেলেও মনে হতো আমি পুরো পৃথিবীটাই পেয়ে গেছি। সেই সময়টা আজ কেবলই স্মৃতি। দিনে দিনে দিন পেরিয়ে আজ এমন একটা সময়ে পৌঁছে গিয়েছি সেখানে পুরো পৃথিবীর সব পাওয়াটাকে অন্য কিছুতে খুঁজে বেড়াই। এখন প্রতি ঈদেই ৩০ হাজার টাকা খরচ করলেও নিজের জন্য ৩০ টাকার জিনিস কেনার কথা মনেই থাকে না। এটা অভাবের তাড়নায় নয়,মনের ভুলেই হয়ে যায়। অথচ মনের মধ্যে বিন্দুমাত্র অপ্রাপ্তিও কাজ করে না। একেই হয়তো বলে অভিভাবকত্ব। আমার বাবাও হয়ত এতেই পরম প্রাপ্তি অনুভব করেছেন। আজ আমিও বাবা। বিরতিহীন দুষ্টুমিতে পটু আমার মেয়ের জন্য নিরলসভাবে কাটানো প্রতিটি দিন আর নির্ঘুম রাত্রি আমাকে বারবার প্রতিটি বাবা মায়ের কথা মনে করিয়ে দেয়। আমার মা-বাবাও নিশ্চয় আমার জন্য এভাবেই কষ্ট করেছেন,অথবা তার চেয়েও বেশি। আর এজন্যই হয়তো মা-বাবা একটা পর্যায়ে এসে অবলম্বন হিসেবে সন্তানে...